October 27, 2025, 7:36 pm
Headline :

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৪২ জন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে পাহাড়ি পথে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে মাখাদো শহরের কাছে একটি মহাসড়কের খাড়া ঢাল থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কিছু যাত্রী ধ্বংসস্তূপে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএবিসি টেলিভিশনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৭ পুরুষ এবং সাত শিশু। নিহতদের একজনের বয়স মাত্র ১০ মাস।

বাসটি দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের গেকেবারহা থেকে জিম্বাবুয়ে ও মালাউইগামী ছিল।

লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট ম্যাথি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাদেশিক রাজনীতিক ফোফি রামাথুবা বলেন, “একটি দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি—এ এক বর্ণনাতীত বেদনা।” এদিকে, উদ্ধার তৎপরতার কারণে দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়ে সংযোগকারী প্রধান মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় প্রতিবছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। দেশটির পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page