আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোলের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে কয়েকজন বিরোধীদলীয় সংসদ সদস্য ট্রাম্পের বক্তব্য বাধাগ্রস্ত করেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার নেসেটে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় এক সংসদ সদস্য উঠে দাঁড়িয়ে একটি কাগজ উঁচিয়ে ধরেন, তাতে লেখা ছিল— “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।” এসময় ট্রাম্পের ভাষণ কয়েক মুহূর্তের জন্য থেমে যায়।
ঘটনার পর নেসেটের স্পিকার আমির ওহানা সভায় শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান এবং নিরাপত্তা সদস্যদের নির্দেশে ওই সংসদ সদস্যকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, সম্ভবত দু’জন সদস্যকে সেদিন হলরুম থেকে সরিয়ে নেওয়া হয়।
হট্টগোলের পর ট্রাম্প হালকা হাস্যরস করে বলেন, “ওটা ছিল খুব কার্যকর ব্যবস্থা।” এরপর তিনি পুনরায় বক্তৃতা শুরু করে বলেন, “এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।”
মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাহসিকতার প্রশংসা করে বলেন, “তিনি এক অসাধারণ নেতা।” ট্রাম্পের প্রশংসায় সংসদ সদস্যরা “বিবি” স্লোগান দিতে থাকেন।
তিনি আরও বলেন, “ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আরব দেশগুলোর ভূমিকা ঐক্যের এক বিরল উদাহরণ।”
ট্রাম্প জানান, “আজ আমরা এক আনন্দময় ও ঐতিহাসিক দিনে একত্রিত হয়েছি। দুই বছরের অন্ধকারের পর ২০ জন জিম্মি তাদের পরিবারের কোলে ফিরেছে, আর ২৮ জন অবশেষে নিজ মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পেরেছে।”
তিনি আরও যোগ করেন, “বন্দুক এখন নীরব, আকাশে শান্তি ফিরে এসেছে। এই শান্তি যেন চিরস্থায়ী হয়, সেই কামনাই করছি।”
সূত্র: বিবিসি