আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্য ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি জানান, বিশ্বনেতারা এখন শান্তি স্থাপনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছেন, আর ইসরায়েল হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির অপেক্ষায় রয়েছে।
রোববার (১২ অক্টোবর) ওয়াশিংটন থেকে এয়ার ফোর্স ওয়ানে ইসরায়েল যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জেনে রাখুন, যুদ্ধ শেষ।” তিনি এই শান্তি চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, ৩ হাজার বছরের মধ্যে প্রথমবার ইহুদি, মুসলিম ও আরব দেশগুলো একসঙ্গে আনন্দ উদযাপন করছে।
ট্রাম্প বলেন, গাজার পুনর্গঠন দ্রুত শুরু হবে, তবে এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপদ পুনর্গঠনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণ এবং মৌলিক সেবা পুনরায় চালুর কাজ প্রথমে শুরু হবে।
তিনি জানান, হামাস একটি স্থানীয় পুলিশ বাহিনী গঠন শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র সাময়িকভাবে তা অনুমোদন দিয়েছে। এছাড়াও শিগগিরই ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক পর্ষদ গঠন করা হবে, যেখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ কয়েকজন বিশ্বনেতা অংশ নেবেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, নতুন পথের সূচনা হবে—বিনির্মাণ ও নিরাময়ের। জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হবে সোমবার ভোর থেকে; প্রথমে ২০ জন জীবিত জিম্মি মুক্তি পাবে, এরপর ২৮ জন মৃত জিম্মির দেহ হস্তান্তর করা হবে।
উত্তর গাজায় ফিরে আসা বাসিন্দারা বলেন, তারা অবিশ্বাস্য ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছেন। উদ্ধারকর্মীরা সতর্ক করেছেন, এলাকায় এখনো অবিস্ফোরিত বোমা ও গোলা রয়েছে। স্থানীয় সাহায্য সংস্থা জানিয়েছে, বাস্তুচ্যুত প্রায় ১৫ লাখ গাজাবাসীর অস্থায়ী আশ্রয়ের জন্য অন্তত ৩ লাখ তাবুর প্রয়োজন।
৩৭ বছর বয়সী রামি মোহাম্মদ আলি বলেন, “গাজায় ফিরে আনন্দিত হলেও ধ্বংস দেখে মন তিক্ত।”