October 27, 2025, 7:39 pm
Headline :

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক:

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মেক্সিকো। দেশজুড়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু এবং ২৭ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর (সিএনপিসি) এক বিবৃতিতে জানায়, ঝড় ও ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ৯ অক্টোবর পর্যন্ত স্থায়ী ছিল। শুধু ভেরাক্রুজেই এ সময় ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

এদিকে, ঝড় থেমে গেলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ও সেনাবাহিনী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বলেন,

“রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কেউই সহায়তা থেকে বঞ্চিত হবে না।”

সূত্র: রয়টার্স, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page