বিনোদন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার কারণ তাঁর নতুন লুক—যেখানে ক্লিন শেভড মুখে শুধু ঘন কালো গোঁফ! এই লুকটি তিনি শেয়ার করেছেন আসন্ন সিনেমা ‘সোলজার’-এর শুটিং চলাকালে। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ঝড় তুলা আলোচনা ও সমালোচনা।
ছবিটি প্রকাশের পর নেটপাড়ায় যেন শুরু হয় “গোঁফ বিতর্ক”। কেউ কেউ লিখেছেন, “এটা তো একেবারে রণবীর কাপুরের লুক!”, আবার কেউ মন্তব্য করেছেন, “শাকিব ভাই এখন বলিউড ট্রেন্ড ফলো করছেন নাকি?”
একজন ব্যবহারকারী তির্যকভাবে লিখেছেন— “একবার সালমান, এবার রণবীর—শাকিব ভাইয়ের কপিতে কোনো সীমা নেই!”অন্যদিকে, কেউ কেউ আবার ঠাট্টার ছলে বলেছেন— “রণবীর কাপুর কপি মেরে দিলেও, শাকিব খানই কিং!”
তবে ভক্তরা এ সমালোচনায় ভিন্ন সুর তুলেছেন। তাদের দাবি, এটি কোনো বলিউড অনুকরণ নয়—বরং শাকিবের ক্যারিয়ারের পুরোনো স্টাইলের ফিরে আসা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমাতেও শাকিব খান একই রকম গোঁফ রাখা লুকে হাজির হয়েছিলেন। তাদের ভাষায়— “২২ বছর আগের সেই শাকিবই ফিরে এসেছেন সোলজারে!”
এখন নেটিজেনদের প্রশ্ন—শাকিব কি রণবীর কাপুরের লুক কপি করেছেন, নাকি নিজের সিনেমাটিক আইকন লুককে নতুনভাবে উপস্থাপন করেছেন? তবে যাই হোক, ‘সোলজার’ মুক্তির আগেই শাকিব খান আবারও প্রমাণ করেছেন—তিনি এখনো ঢালিউডের সবচেয়ে আলোচিত ও নজরকাড়া তারকা।