আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হামফ্রিজ কাউন্টিতে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাকসনোর্ট এলাকার ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির প্রধান কার্যালয়ে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রথমে ধারণা করা হয়েছিল, অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছেন। তবে পরবর্তীতে কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানান, নিখোঁজদের মধ্যে দুইজন বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন না এবং তারা নিরাপদে রয়েছেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন, “আমরা নিহতদের শুধুই সংখ্যা হিসেবে দেখি না, তারা আমাদের পরিবারের সদস্য। এটি আমাদের সবার জন্য গভীর শোকের সময়।”
তিনি আরও জানান, উদ্ধার অভিযান এখন ‘পুনরুদ্ধার পর্যায়ে’ পৌঁছেছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ বিশ্লেষণের সহায়তা নেওয়া হচ্ছে। তদন্তে সহায়তা করছে এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF)। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি।
বিস্ফোরণের স্থানে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও সামরিক উপাদান থাকায় অনুসন্ধানকাজ জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন শেরিফ। তিনি বলেন, “ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কার্যকলাপ ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, এমনকি সপ্তাহ বা মাসও লাগতে পারে।”
‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ এক বিবৃতিতে এ দুর্ঘটনাকে ‘গভীর দুঃখজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে তারা বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।
প্রসঙ্গত, কারখানাটির মূল চত্বরে রয়েছে আটটি উৎপাদন ভবন ও একটি মান নিয়ন্ত্রণ ল্যাব, যেখানে সামরিক ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করা হয়।