January 13, 2026, 7:10 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ধারা বহাল রাখার দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ধারা বহাল রাখার দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

শিক্ষার্থীরা জানায়, ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট (উচ্চমাধ্যমিক) স্তরের পাঠদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কলেজটি সম্প্রতি ঘোষিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র আওতায় পড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা।

সরকার চলতি বছরের ২৬ মার্চ ঢাকা শহরের সাতটি সরকারি কলেজকে একত্রিত করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাব অনুযায়ী, এর নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সংশ্লিষ্ট সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

ইন্টারমিডিয়েট ধারা বন্ধের আশঙ্কা দূর করতে এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিয়েছে। আগামী সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোড ও শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন তারা।

এদিকে শিক্ষার্থীদের হঠাৎ সড়ক অবরোধে অফিসপাড়ার প্রথম কার্যদিবসে জনসাধারণকে তীব্র দুর্ভোগে পড়তে হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিকবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে। ঢাকা কলেজ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের যৌক্তিক দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *