আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইল-গাজা যুদ্ধবিরতির শর্ত মেনে চললে ইয়েমেন থেকে ইসরাইলের বিরুদ্ধে চালানো সব ধরনের হামলা স্থগিত থাকবে—এমন নির্দেশ দিয়েছেন ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি।
রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল ও সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলাও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হুথি নেতা।
যুদ্ধবিরতির শর্তে স্থগিত অভিযান হুথি আন্দোলনের ঘনিষ্ঠ একটি সূত্র তাসকে জানায়, “গাজায় সরাসরি যুদ্ধের ধাপ শেষ হওয়ায় ইসরাইল ও তার মিত্র জাহাজের বিরুদ্ধে সাময়িকভাবে সব অভিযান বন্ধ রাখা হয়েছে। তবে যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।” সূত্র আরও জানায়, ফিলিস্তিনের প্রতি হুথিদের পরবর্তী অবস্থান নির্ভর করবে ইসরাইলের যুদ্ধবিরতির প্রতি আনুগত্যের ওপর।
শান্তি প্রক্রিয়ার অগ্রগতি দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর কিছুদিন পর, গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। ওই বৈঠকের পর তিনি গাজা সংকট সমাধানে একটি ২০ দফা শান্তি প্রস্তাবনা ঘোষণা করেন।
এই প্রস্তাবের ভিত্তিতে ৬ অক্টোবর মিশরের শারম আল-শেখে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। তিনদিনের আলোচনার পর, ৮ অক্টোবর রাতে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের প্রথম ধাপে সম্মত হয়।
ইসরাইলি সরকারের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা এরপর শুক্রবার (১০ অক্টোবর) ইসরাইলি সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে, যা একই দিন কার্যকর হয়। ইসরাইলি সেনাবাহিনী (IDF) জানায়, গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।