নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি) এখনো দলীয় প্রতীক বরাদ্দ না দিলেও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ‘শাপলা’ প্রতীকে সমর্থন ও দোয়া প্রার্থনা করে পোস্টার সাঁটিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়নপ্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী।
শনিবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তাকিয়া জাহানের ছবি ও ‘শাপলা প্রতীক’ সম্বলিত পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা রয়েছে— “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী (শাপলা মার্কা) তাকিয়া জাহান চৌধুরী আপনাদের সবার সমর্থন ও দোয়া প্রার্থী।”
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এখনো নির্বাচন কমিশনের কাছ থেকে কাঙ্ক্ষিত ‘শাপলা প্রতীক’ পায়নি। প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সঙ্গে দলের টানাপোড়েন চলমান। এরই মধ্যে ওই প্রতীক ব্যবহার করে পোস্টার সাঁটানোয় নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে তাকিয়া জাহানের পদক্ষেপ।
তাকিয়া জাহান এ বিষয়ে বলেন, “প্রতীক নিয়ে বিতর্কের আগেই পোস্টারগুলো ছাপানো হয়েছিল। ভুলবশত সেগুলো সাঁটানো হয়েছে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, “তাকিয়া জাহান এখনো আনুষ্ঠানিকভাবে সদস্য নন, তবে তিনি আমাদের সমর্থক ও কর্মসূচিতে সক্রিয়। অনেকেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।”
তিনি আরও বলেন, “মানুষ এখন এনসিপি নাম শুনলেই ‘শাপলা প্রতীক’-এর সঙ্গে সম্পর্ক করছে। তাই কেউ যদি সেই প্রতীক ব্যবহার করে প্রচার চালায়, সেটিকে আমরা কঠোরভাবে নিরুৎসাহিত করতে পারি না।”
প্রার্থী হওয়ার আগ্রহ ও পটভূমি: তাকিয়া জাহান চৌধুরী গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি জানান, দলের উচ্চপর্যায়ের নেতারা তার প্রার্থী হওয়ার আগ্রহ সম্পর্কে অবগত এবং তাকে দলের হয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।