October 27, 2025, 7:40 pm
Headline :

আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের সীমান্ত এলাকায় অন্তত ১৯টি চৌকি দখলে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী—এমন দাবি করেছে ইসলামাবাদ। তাদের ভাষ্যমতে, এসব পোস্ট থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছিল। পাল্টা অভিযানে আফগান তালেবান যোদ্ধারা পিছু হটেছে বলেও জানায় পাকিস্তানি কর্তৃপক্ষ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আফগান বাহিনী প্রথমে আঙ্গুর আড্ডা, বাজৌর, কুররম, দির, চিত্রাল ও বারামচা সীমান্ত এলাকায় গুলি চালায়। জবাবে পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি, ট্যাংক, ড্রোন এবং হালকা-ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়। এতে দারান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ বেশ কয়েকটি আফগান পোস্ট ধ্বংস হয়।

কুররম ও জন্দোসার এলাকাতেও আফগান বাহিনীর চৌকি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি বাহিনী। শাহিদান পোস্টে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সংঘর্ষে তালেবান যোদ্ধা ও আফগান সেনা সদস্যদের প্রাণহানি হয়েছে বলেও জানা গেছে।

জিও নিউজের আরও দাবি, আঙ্গুর আড্ডায় দখল করা একটি আফগান পোস্টে পাকিস্তানের সেনারা নিজেদের জাতীয় পতাকা উত্তোলন করেছে। তারা প্রকাশিত ভিডিওচিত্রে জ্বলন্ত পোস্ট ও ধ্বংসস্তূপ দেখিয়ে তা প্রমাণের চেষ্টা করেছে।

এছাড়া নুশকি এলাকায় তালেবানের ‘গজনালি সদর দপ্তর’ ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তান। অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র একাধিক সদস্য ও ডজনখানেক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

পাকিস্তানি কর্মকর্তারা এই অভিযানকে আফগান বাহিনীর বিরুদ্ধে ‘বড় সামরিক সাফল্য’ বলে উল্লেখ করেছেন। তাদের ভাষায়, এই অভিযান কেবল সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং এটি দুই দেশের জনগণের মধ্যে কোনো যুদ্ধ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page