আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাতভর চলা ভয়াবহ সংঘর্ষে আফগান সেনাবাহিনীর ১৯টি সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আফগান সেনাদের সঙ্গে রাতভর সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর তীব্র আক্রমণে আফগান বাহিনীর সদস্যরা ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাইসহ সীমান্তের একাধিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়। এতে কয়েক ডজন আফগান সেনা নিহত ও আহত হন।
এক সেনা সূত্র জানায়, আফগান বাহিনীর কর্মকর্তারা তাদের আহত সদস্যদেরও ফেলে রেখে পালিয়ে গেছেন। সংঘর্ষের পর বর্তমানে ওই ১৯টি পোস্ট পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। পাকিস্তান অভিযোগ করেছিল, আফগান মাটিতে তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর নেতারা আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে পাকিস্তানে হামলা পরিচালনা করছেন।
এই অভিযানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার সঙ্গে নিহত হয়েছেন ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগী, যাদের মধ্যে সাইফুল্লাহকে টিটিপির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল।
আফগানিস্তানের তালেবান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি। তবে শুক্রবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, “পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে।” এরপরই শনিবার রাতে আফগান সেনাবাহিনী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় পাল্টা হামলা চালায়।
পাকিস্তান সেনাবাহিনীও প্রস্তুত ছিল বলে জানায় দেশটির সামরিক সূত্র। আফগান হামলার পরপরই পাক বাহিনী ট্যাংক, ড্রোন, ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়।
এতে দুই দেশের সীমান্ত এলাকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। সীমান্তের উভয় পাশে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: জিও নিউজ