আন্তর্জাতিক ডেস্ক :
সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সীমান্ত এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলি খান জানিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের কাবুলে একটি বিমান হামলার ঘটনার পর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যদিও কাবুলে হামলা নিয়ে পাকিস্তান সরকার সরাসরি কোনও মন্তব্য করেনি।
‘নিরাপত্তার প্রশ্নে আপসহীন পাকিস্তান’ শফকাত আলি বলেন,
“পাকিস্তান তার জনগণের নিরাপত্তা ও কল্যাণে অটল প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সীমান্ত অঞ্চলে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযান চালাচ্ছে, যেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি থেকে নাগরিকদের রক্ষা করা যায়।”
তিনি বিশেষভাবে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) ও ফিতনা আল-খোয়ারিজ নামের চরমপন্থী গোষ্ঠীগুলোর হুমকির কথা উল্লেখ করেন, যাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে।
আফগানিস্তানের সার্বভৌমত্বে শ্রদ্ধা, তবে সহযোগিতা দরকার পাকিস্তানি মুখপাত্র আরও জানান,
“আমরা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তবে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পারস্পরিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শফকাত আলি বলেন, পাকিস্তান মনে করে আফগানিস্তান নিজ ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হওয়া উচিত এবং দেশটিকে টিটিপির মতো গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
আফগান-ভারত সম্পর্ক নিয়ে অবস্থান আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আফগানিস্তান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। তাদের অন্য কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করা তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে পাকিস্তানের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।”
সূত্র: জিও নিউজ