আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ ১১ সদস্য নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলার সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই ওঁত পেতে ছিল টিটিপির অস্ত্রধারীরা। পাকিস্তানি সেনাবাহিনীর একটি গাড়ি বহর সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা প্রথমে ভারি গুলিবর্ষণ করে এবং পরে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
এতে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ মোট ১১ জন প্রাণ হারান। বোমায় একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং আরেকটি গাড়িও গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, হামলায় নিহত সেনারা একটি সফল অভিযানে অংশ নিয়ে ফিরছিলেন, যেখানে টিটিপির অন্তত ১৯ জন সদস্য নিহত হয়। এই অভিযানেই পাল্টা প্রতিশোধ হিসেবে সেনাবাহিনীর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত সেনাদের আত্মত্যাগের প্রশংসা করে বলেছেন, “দেশের শান্তি ও নিরাপত্তার জন্য তাদের এই বীরত্ব কখনো ভোলা যাবে না।”