নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। চুরির এই ঘটনা ঘটেছে বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে। টার্গেট ছিল শম্পা জুয়েলার্স নামের একটি দোকান।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, দুজন চোর বোরকা পরে রাতে শপিং মলে প্রবেশ করে। তারা শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে দোকানে ঢোকে এবং মুহূর্তেই দোকানের ভেতর থাকা স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিকের দাবি, দোকানে প্রদর্শনীর জন্য রাখা ছিল ৪০০ ভরি স্বর্ণালঙ্কার। এছাড়া, ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ এবং নগদ ৪০ হাজার টাকাও ছিল দোকানে। সব কিছুই চুরি হয়ে গেছে বলে জানান তিনি।
চুরির খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে বলেন, “আমরা চোরদের শনাক্তে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, এর সঙ্গে যাত্রাবাড়ীতে সম্প্রতি হওয়া স্বর্ণ চুরির কোনো যোগসূত্র আছে কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় শপিং মলের অন্য দোকান মালিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
এর মাত্র কয়েক দিন আগেই, রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ ও প্রায় ২.৭৫ লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।
চুরির ঘটনার পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হলো—দেশে স্বর্ণের দাম বর্তমানে রেকর্ড উচ্চতায়। প্রতি ভরিতে ৬,৯০৫ টাকা বেড়ে যাওয়ায় স্বর্ণ এখন অনেক বেশি মূল্যবান, যা চোর চক্রের আগ্রহের অন্যতম কারণ হতে পারে।