আন্তর্জাতিক ডেস্ক :
শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন কিনা, তা জানা যাবে আগামী শুক্রবার (১০ অক্টোবর)। তার আগেই পুরস্কার নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ দাবি করে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়েছেন তিনি, যদিও নোবেল পাওয়ার বিষয়ে নিশ্চিত নন।
নোবেল ঘোষণার আগেরদিন হোয়াইট হাউস একটি ছবি প্রকাশ করে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে “The Peace President”। সময় ও বার্তার ইঙ্গিতপূরণতা নিয়ে চলছে আলোচনা।
এর আগে বুধবার (৮ অক্টোবর) ট্রাম্প দাবি করেন, তিনি বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান দ্বন্দ্বও। আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি চলে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন,“আমার মনে হয় না, ইতিহাসে কেউ এতগুলো যুদ্ধ থামিয়েছে।” তবে এত দাবি সত্ত্বেও নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন,“আমার কোনও ধারণা নেই। হতে পারে ওরা আমাকে না দেওয়ার কোনও কারণ খুঁজে নেবে।”
নোবেল কমিটির প্রতি ট্রাম্পের ক্ষোভ নতুন নয়। তিনি অতীতেও অভিযোগ করেছিলেন, “ওরা আমাকে পুরস্কার দেবে না, কারণ এটা শুধু উদারপন্থিদেরই দেওয়া হয়।”এদিকে নোবেল পাওয়ার কৃতিত্বের ব্যাখ্যা দিতে ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করেছেন।