জেডটিভি বাংলা ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুকুম সিদরা এলাকায় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে তাদের গাড়িটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন প্রাণ হারান।

ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক জানান, দুর্ঘটনায় আটজন নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। দূতাবাসের একজন কর্মকর্তা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো দেশে পাঠানো হবে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “ওমানে সন্দ্বীপের সাতজন প্রবাসী নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।”