October 27, 2025, 8:00 pm
Headline :

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে রূপসার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও আকলিমা তুলি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। একইসঙ্গে তিনি গোপনে বৈঠকের আয়োজন এবং সংগঠন পুনর্গঠনেরও চেষ্টা চালাচ্ছিলেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারির একটি রাজনৈতিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page