নিজস্ব প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার প্রতিনিধি এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। দুই পর্বে প্রায় ৪০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবে কমিশন। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা প্রস্তাব ও মতামত যথাসম্ভব বাস্তবায়ন করা হবে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসি সংলাপ কার্যক্রম শুরু করে। সেদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অর্ধেকের বেশি প্রতিনিধি উপস্থিত হননি। প্রথম দিনের আলোচনায় মোট ৩০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।