আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
হামাস শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে হামলা বন্ধের নির্দেশ দেন। তবে ইসরায়েল সেই নির্দেশ উপেক্ষা করে রাতভর গাজায় হামলা চালায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে দুপুর পর্যন্ত গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ১১ জনের মরদেহ আনা হয়। এছাড়া আল-শিফা, আল-আওদা ও নাসের হাসপাতালে আরও নিহতের লাশ পৌঁছায়।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও দখলদার বাহিনী অব্যাহতভাবে হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মিদের ফেরত আনার প্রস্তুতি চলছে। তবে তাঁর বক্তব্যে গাজা সিটিতে বোমাবর্ষণ বন্ধ বা দখল চেষ্টা থামানোর বিষয়টি উল্লেখ করা হয়নি।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, ট্রাম্প প্রকাশ্যে গাজায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর নেতানিয়াহু বিস্মিত হয়েছেন। কারণ তিনি ধরে নিয়েছিলেন, হামাসের শর্তসাপেক্ষ সম্মতিকে আসলে প্রত্যাখ্যান হিসেবে দেখানো হবে। কিন্তু ট্রাম্পের অবস্থান বদলে জরুরি বৈঠক ডাকতে বাধ্য হন নেতানিয়াহু।
সূত্র: সিএনএন