নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ছেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাজধানীর এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যাপক জসীম উদ্দিন স্যারের ছেলে আজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার প্রথম জানাজা গিয়াসউদ্দিন আবাসিক এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ গ্রামে পাঠানো হবে।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে ফরহাদ হোসেন।