October 28, 2025, 10:44 am
Headline :
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও সামিরার বর্তমান স্বামী, কে এই ইশতিয়াক আহমেদ সরকারের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জামায়াতের, ইসির কাছে ১৮ দফা দাবি পেশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ বড় মসজিদ মাদরাসায় দুই পক্ষে উত্তেজনা রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ফ্লোটিলায় আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তি দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক :

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে।

বিবৃতিতে বলেছে, ‘সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা প্রমাণ করে যে, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফ্যাসিবাদী ও সামরিক নীতি, যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, তা কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ’

মন্ত্রণালয় আরও বলেছে, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায় যে, ইসরাইলি বাহিনী ‘ইসরাইলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই’ লক্ষ্যবস্তু করছে’।

আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেয়া হবে এবং তুর্কি সরকার নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page