স্টাফ রিপোর্টার
রাজধানীর কমলাপুর টিটিপাড়া থেকে বাসাবো বিশ্বরোড পর্যন্ত সড়কজুড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্কিং করছে আইসিডি ট্রাক স্ট্যান্ডের লরি, ট্রাক, লং ভেহিকেল ও কাবাড ভ্যান। রাত থেকে সকাল পর্যন্ত এসব পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে থাকায় ব্যস্ততম এ রাস্তাটি সরু হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, প্রতিদিনই পথচারী ও স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। এমনকি প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে একাধিকবার। মুগদা মেডিকেল কলেজ, মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কমলাপুর স্টেডিয়াম, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, বৌদ্ধ মন্দির ও বাসাবো ফ্লাইওভার—সব মিলিয়ে হাজারো মানুষ নিয়মিত এই রাস্তাটি ব্যবহার করেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, মুগদা বিশ্বরোডসংলগ্ন আইসিডি ট্রাক স্ট্যান্ডের যত্রতত্র গাড়ি পার্কিং, মালামাল ওঠা–নামা এবং বাসস্ট্যান্ডের বাস থামানোর কারণে প্রায়ই সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।
সম্প্রতি মুগদা বিশ্বরোডে একটি সিএনজি সরাসরি ধাক্কা খায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাবাড ভ্যানে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়দের মতে, এ ধরনের দৃশ্য এখন প্রায় নিয়মিতই দেখা যায়।
বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও পরিবহন মালিক ও শ্রমিকরা আইসিডি ট্রাক স্ট্যান্ডের সামনে অবাধে গাড়ি দাঁড় করাচ্ছেন। এতে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয় অধিবাসীরা এ সমস্যার স্থায়ী সমাধান চান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।