October 28, 2025, 10:28 am
Headline :
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও সামিরার বর্তমান স্বামী, কে এই ইশতিয়াক আহমেদ সরকারের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জামায়াতের, ইসির কাছে ১৮ দফা দাবি পেশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ বড় মসজিদ মাদরাসায় দুই পক্ষে উত্তেজনা রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৩ জন। এছাড়া ১৪ জন এখনো নিখোঁজ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে যে, টাইফুনের প্রভাবে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে সাত লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবার এবং ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে এক লাখ ৬৩ হাজার ৩১৭ জন বর্তমানে দুই হাজার ৬৮০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আরো এক লাখ ১৮ হাজার ৯৫৭ জনকে কেন্দ্রগুলোর বাইরে সহায়তা দেয়া হচ্ছে।

কাগায়ান উপত্যকায় আটজন, বিকোল অঞ্চলে নয়জন, কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চলে চারজন, মধ্য লুজনে দু’জন, মধ্য ভিসায়াসে দু’জন এবং পূর্ব ভিসায়াসে একজনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট আট হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এক লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।

শনিবার ফিলিপাইনে আঘাত হানে বুয়ালোই। এরআগে শুক্রবার থেকেই দেশটিতে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইতে শুরু করে।

সুপার টাইফুন রাগাসার কয়েকদিন পরেই আঘাত হানলো বুয়ালোই। ভিয়েতনামে তাণ্ডব চালানোর পর টাইফুনটি আজ (সোমবার) ভিয়েতনামে আঘাত হানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page