October 28, 2025, 10:24 am
Headline :
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি, ভাইরাল ভিডিওর পর তরুণী গ্রেফতার গুপ্ত ক্যামেরায় জুয়ার প্রতারণা, হার মানাবে হলিউডকেও সামিরার বর্তমান স্বামী, কে এই ইশতিয়াক আহমেদ সরকারের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জামায়াতের, ইসির কাছে ১৮ দফা দাবি পেশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ বড় মসজিদ মাদরাসায় দুই পক্ষে উত্তেজনা রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

নেপালের সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্যে বললেন দেশ ছেড়ে পালাব না

নেপালের সাবেক প্রধানমন্ত্রী প্রকাশ্যে বললেন দেশ ছেড়ে পালাব না

আন্তর্জাতিক ডেস্ক

জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতা হারানো নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসে জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। বরং নেপালকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে দলের যুব শাখার আয়োজিত এক সভায় ওলি প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা কি মনে করেন, আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে পালাব?”

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর এটি ছিল তার প্রথম জনসম্মুখে বক্তব্য। তিনি বলেন, “আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে ফেরাবো।”

চলতি মাসের শুরুতে দুর্নীতি, অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে জেন-জির নেতৃত্বে রাজপথ উত্তাল হয়। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করলে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১৯ জন নিহত হন, আহত হন কয়েকশ। এর জেরে ৯ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি।

এরপর সেনাবাহিনীর নিরাপত্তায় নয় দিন গোপনে থাকার পর ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে একটি ভাড়া বাড়িতে ওঠেন। তবে নতুন অন্তর্বর্তী সরকারকে ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের ফসল’ বলে অভিহিত করেন তিনি।

ওলির অভিযোগ, তার নিরাপত্তায় গাফিলতি করছে সরকার। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, আসুন ওলির নতুন বাসা খুঁজে বের করি এবং আক্রমণ করি। অথচ সরকার শুধু দেখছে।”

তিনি আরও দাবি করেন, তার সরকার কখনোই সশস্ত্র বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশ দেয়নি। বরং আন্দোলনে ‘অনুপ্রবেশ’ হয়েছে, যা তদন্ত করা জরুরি। তার ভাষায়, “বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল এমন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে, যা পুলিশের কাছে নেই। এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।”

ওলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি ক্ষমতায় থাকাকালীন সরকারি কর্মকর্তাদের যে নির্দেশ দিয়েছি, তা প্রকাশ্যে আনুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page