আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন নারী ও ৮ জন শিশু। আরও অনেক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের দিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য হিন্দু।
অনুমতির চেয়ে দ্বিগুণ জনসমাগম
প্রতিবেদনে বলা হয়, বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের অনুমতি ছিল। কিন্তু জনপ্রিয় এই তারকাকে দেখার জন্য প্রায় দ্বিগুণ মানুষ ভিড় জমান। সভাটি শুরু হওয়ার কথা ছিল দুপুরে, তবে বিজয় প্রায় ছয় ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছান। এ সময় অতিরিক্ত ভিড় ও গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
পদদলিতের নৃশংস দৃশ্য
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে, বিজয় মঞ্চে বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই হঠাৎ ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়। সামনে থেকে প্রিয় অভিনেতাকে দেখার জন্য একসঙ্গে অনেকেই মঞ্চের দিকে ছুটে যান। তখন কিছু মানুষ পড়ে গেলে তাদের ওপর দিয়েই এগোতে থাকে বাকি জনতা। ধাক্কাধাক্কিতে শিশুদের অনেকেই অভিভাবক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুহূর্তেই তৈরি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। তাদের দ্রুত করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
রাজনৈতিক প্রতিক্রিয়া ও শোক
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়ের রাজনৈতিক সফরের শুরুতেই এমন মর্মান্তিক ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।