নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পথ খোঁজা হয়। বৈঠকের শুরুতেই অধ্যাপক ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এর জবাবে শাহবাজ শরিফ বলেন, এই দুর্যোগের অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন, যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি।
বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরীয় স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল। সে সময় দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা গভীর করার ওপর গুরুত্ব দেয়।