October 27, 2025, 7:07 pm
Headline :

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যুকৃত চেক ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের ঘটনায় এক কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসি-র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, সাইফুজ্জামান চৌধুরীর সই করা ১১টি আসল চেকের কপি (মুড়ি) উদ্ধারসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়াই এসব চেক ভাঙিয়ে টাকা তোলা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়। মোট টাকা দাঁড়ায় ১ কোটি ৭৬ লাখ।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম দাবি করেন, অর্থ পাচার মামলায় দুদকের হাতে গ্রেপ্তার আরামিট পিএলসি-র দুই এজিএম— আবদুল আজিজ ও উৎপল পাল-এর আইনি খরচ মেটাতেই টাকা তোলা হয়েছে। তবে দুদক মনে করছে, নতুন এ উত্তোলনের সঙ্গেও অর্থ আত্মসাৎ বা পাচারের যোগসূত্র থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page