October 27, 2025, 7:07 pm
Headline :

আওয়ামী লীগ অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের

আওয়ামী লীগ অংশ নিলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের

অনলাইন ডেস্ক:

দীর্ঘ নীরবতা ভেঙে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল অংশ নিলে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। তবে বিএনপিকে কোণঠাসা করে জামায়াতকে সামনে আনার প্রচেষ্টা দেশের জন্য শুভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও জি এম কাদের ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী লীগের ভোট লাঙ্গলে পড়তে পারে। তিনি বলেন, “আওয়ামী লীগের ভোটাররা কি নাগরিকত্ব হারিয়েছে? তারা ভোট দেবেন না—এমন কোনো ঘোষণা কি এসেছে? তারা যদি আমাদের ভোট দেন, আশঙ্কার কারণ কোথায়?”

তার দাবি, আওয়ামী লীগের সমর্থকেরা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, আবার বিএনপিও যদি জনগণের আস্থা অর্জন করতে পারে তবে তারাও ভোট পেতে পারে। তবে জামায়াতকে ভোট দেওয়ার সম্ভাবনা নেই।

নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরে জি এম কাদের বলেন, “সবাইকে নিয়ে নির্বাচন না হলে নির্বাচন ভালো হবে না। আওয়ামী লীগসহ সব দলের অংশগ্রহণ জরুরি। আমরা আগেও জামায়াত নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম, কারণ তা দেশের জন্য মঙ্গলজনক হয়নি।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী নয়, বরং নতুন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সাম্প্রতিক ভাঙন পেরিয়ে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করেন জি এম কাদের।

তথ্যসূত্র: চ্যানেল 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page