October 27, 2025, 9:24 pm
Headline :

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র মাল্টা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেওয়া হবে বলে সোমবার মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়।

জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে আরও কয়েকটি দেশ একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে কূটনৈতিক সূত্রের খবর। এর আগে রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গাজা যুদ্ধের অবসান ও দ্বি-রাষ্ট্র সমাধানের পথ সুগম করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা গত মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তবে জাতিসংঘ সম্মেলন পিছিয়ে যাওয়ায় সে ঘোষণা কার্যকর হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি মাল্টার দীর্ঘদিনের সমর্থনের ইতিহাস রয়েছে। দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেও সবসময় দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। উল্লেখযোগ্য যে, সাবেক ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী একসময় মাল্টায় বসবাস করতেন।

প্রধানমন্ত্রী আবেলা এক বিবৃতিতে বলেছেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page