October 27, 2025, 7:22 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

মা-বাবার কবরের পাশেই চিরশায়িত কবি মাকিদ হায়দার

পাবনা: পাবনায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি মাকিদ হায়দার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা সদরের আরিফপুরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।সকাল ৮টায় কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুলাই) সকালে ঢাকার উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাকিদ হায়দার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি উচ্চ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগেও তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে খানিকটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  

মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে তার মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। পরে তার নিজ জেলা পাবনায় নিয়ে আসা হয়।  

১৯৪৭ সালে পাবনার দোহারপাড়া গ্রামে জন্ম মাকিদ হায়দারের। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এ কবির রচনার মধ্যে রয়েছে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকানালী’ ও ‘মমুর সাথে সারা দুপুর’।

২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার। এ ছাড়া তিনি পেয়েছেন দেশের উল্লেখযোগ্য অনেক সাহিত্য পুরস্কার।  

তার পরিবারের অন্য সদস্যরাও বাংলা ভাষা সাহিত্যে রেখেছেন বিশেষ অবদান। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page