October 27, 2025, 9:05 pm
Headline :

দুটি পানিপুরি কম পাওয়ায়, সড়ক অবরোধে বসলেন নারী!

দুটি পানিপুরি কম পাওয়ায়, সড়ক অবরোধে বসলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। ভাদোদারায় এক নারী দুটি পানিপুরি কম পাওয়ায় রীতিমতো সড়ক অবরোধে বসে পড়লেন!

খবরে জানা যায়, ২০ টাকায় ৬টি পানিপুরি দেওয়ার কথা থাকলেও দোকানদার দেন মাত্র ৪টি। এ নিয়ে আপত্তি জানাতেই রাস্তার মাঝখানে বসে উচ্চস্বরে নারীটি দাবি করেন, “৬টা পুরি চাই, কম হলে হবে না।”

হঠাৎ এ ঘটনায় পথচারীরা হতভম্ব হয়ে গেলেও কেউ কেউ আবার মোবাইলে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে যানজটও তৈরি হয়। গাড়ি চালকদের পক্ষে তাকে পাশ কাটিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।

অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘণ্টাখানেক পর তাকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়। তবে তিনি আসলেই তার কাঙ্ক্ষিত ‘৬ পুরি’র ন্যায্য অধিকার পেয়েছেন কি না, তা জানা যায়নি।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে হাস্যরস ও ব্যঙ্গের ঝড় উঠেছে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page