স্পোর্টস ডেস্ক
কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
ছয় জাতির টুর্নামেন্টে ফেবারিট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও ম্যাচ জিততে পারেনি। দুই সেটেই হেরে যায় বাংলাদেশ— ২-০ সেটে।
প্রথম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও নির্ধারিত সময় শেষে পাকিস্তান ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয়। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ২৭-০৫ পয়েন্টে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফলে বাংলাদেশের ফাইনাল যাত্রা এখানেই থেমে যায়।
এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে সরাসরি ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ।
তবে এখনো পদকের সম্ভাবনা জিইয়ে আছে। আজ (সোমবার) ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে খেলবে তারা।