October 27, 2025, 9:31 pm
Headline :

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

জাতির উদ্দেশে হঠাৎ ভাষণ দেবেন মোদি, ভারতে চলছে নানা গুঞ্জন

আন্তর্জাতিক খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী দপ্তরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোন বিষয়কে কেন্দ্র করে এই ভাষণ দেওয়া হবে, তা এখনও পরিষ্কার করা হয়নি। ফলে দেশজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ধারণা করা হচ্ছে—পণ্য ও সেবা কর (জিএসটি) সংস্কার নিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন। সম্প্রতি ভারত সরকার বিভিন্ন পণ্যে জিএসটি কমিয়েছে, আবার কিছু বিলাসবহুল পণ্যে কর বাড়িয়েছে। আগামীকাল সোমবার থেকেই এসব পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। এতে রান্নার উপকরণ, ওষুধ, ইলেকট্রনিক সামগ্রী ও অটোমোবাইল যন্ত্রাংশসহ মোট ৩৭৫টি পণ্যের দাম কমে আসবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা নিয়েও মোদি বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। মূলত ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় এবং বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

এছাড়া, ট্রাম্প সম্প্রতি এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলার নির্ধারণ করেছেন, যা ভারতীয়দের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। উচ্চশিক্ষিত ও দক্ষ ভারতীয়রা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ভালো বেতনের চাকরি পেতেন এই ভিসার মাধ্যমে। নতুন নিয়ম কার্যকর হলে তাদের ওপর ব্যাপক প্রভাব পড়বে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন চীনা নাগরিকেরাও।

উল্লেখ্য, মোদি সর্বশেষ চলতি বছরের ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেদিন পাকিস্তানে চালানো “অপারেশন সিঁদুর” বিষয়ে দেশবাসীকে বিস্তারিত অবহিত করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page