স্পোর্টস ডেস্ক
গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা কাটিয়ে আত্মবিশ্বাসের জোরেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত রান তাড়ার জয় দলকে এগিয়ে দিয়েছে ফাইনালের দৌড়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানালেন, দল এখন ফাইনাল খেলার আত্মবিশ্বাসে উজ্জীবিত।
সাইফ বলেন, “আমরা অবশ্যই ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব।”
তবে সামনে আরও দুটি কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের এবং পাকিস্তানের বিপক্ষে। সাইফ মনে করিয়ে দিলেন, “আমরা এক ধাপ এগিয়েছি, কিন্তু এখনও দুই ম্যাচ বাকি। এখন আমাদের পুরো মনোযোগ ভারতের ম্যাচে।”
ফাইনালের স্বপ্ন নিয়েও খোলামেলা ছিলেন এই ওপেনার। তাঁর ভাষায়, “স্বপ্ন তো সবাই দেখে, আর বড় স্বপ্ন দেখা উচিত। তবে ধাপে ধাপে এগোতে হবে। প্রথম লক্ষ্য ভারতের ম্যাচ, এরপর দেখা যাবে।”
টাইগারদের পরবর্তী দুই ম্যাচই এখন ফাইনালের পথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।