October 27, 2025, 9:24 pm
Headline :

এইচ-ওয়ানবি ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে খরচ এক লাখ ডলার

এইচ-ওয়ানবি ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে খরচ এক লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষ বিদেশি কর্মী ভিসা (এইচ-ওয়ানবি) প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যেতে এখন থেকে গুনতে হবে এক লাখ ডলার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে সই করে এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

নতুন আদেশ অনুযায়ী, বাড়তি খরচ পরিশোধ না করলে কিংবা কর্মসূচির শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। আগে এই ভিসার প্রশাসনিক ফি বাবদ খরচ হতো সর্বোচ্চ দেড় হাজার ডলার।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি কর্মীদের কারণে আমেরিকানদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ অনেকটা কমবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘোষণার সময় উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, “আমেরিকানদের প্রশিক্ষণ দাও, বাইরের লোক এনে চাকরি কেড়ে নাও না।”

অন্যদিকে, সমালোচকরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্প ও প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ওয়াটসন ইমিগ্রেশন ল’–এর প্রতিষ্ঠাতা আইনজীবী তাহমিনা ওয়াটসন মন্তব্য করেন, “ছোট ব্যবসা ও স্টার্ট-আপগুলোর জন্য এটি হবে কফিনে শেষ পেরেক। এত অর্থ দেওয়া তাদের সামর্থ্যের বাইরে।”

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর এইচ-ওয়ানবি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধাভোগী প্রতিষ্ঠান ছিল অ্যামাজন। এর পরের অবস্থানে রয়েছে টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল এবং গুগল। তবে এ বছর আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

আইনজীবী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সিদ্ধান্ত অনেক কোম্পানিকে বিদেশে কার্যক্রম স্থাপনে বাধ্য করতে পারে। প্রযুক্তি শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এক লাখ ডলার ফি যুক্তরাষ্ট্রকে বিশ্ব প্রতিভা আকর্ষণে বড় ধরনের বাধার মুখে ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page