আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ট্রাম্পের সম্মানে আয়োজিত উইন্ডসর ক্যাসেলের ভোজসভায় এ প্রশংসা করেন তিনি।
রাজা চার্লস বলেন, “আমাদের দেশগুলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টায় একসাথে কাজ করছে। মি. প্রেসিডেন্ট, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের জটিল কিছু সংঘাত সমাধানে আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতি সত্যিই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, দুটি বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছিল মিত্র, এবং আজও প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতায় দেশ দুটির সম্পর্ক ইতিহাসের ঘনিষ্ঠতম পর্যায়ে রয়েছে। ইউক্রেন সংকটে একসঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে পৌঁছান ট্রাম্প। ১৬ সেপ্টেম্বর রাতে আগমনের পর ১৭ সেপ্টেম্বর উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ১৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে বৈঠক করবেন।