নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তবে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, আলোচনার টেবিলে সব বিষয়ে মিল হবে—এমনটা জরুরি নয়। কেউ যদি ভিন্ন দাবি তোলে, সেটিও স্বাভাবিক। তবে জনগণের ওপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের ভাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া।
তিনি আরও বলেন, রাজনীতিতে স্থিতিশীলতা এখন সময়ের দাবি। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে জবাবদিহিতা থাকে না বলেই নূরের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।