নিজস্ব প্রতিবেদক
ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কর্মীদের ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে সাতজনকে কুপিয়ে জখম করার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি বিল্লাল হোসেন ও মনিরুজ্জামান সিকদার ওরফে বাপ্পি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ বাজার ও বাবুবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আকাশ ও রুমন নামের দুই ব্যক্তি ধূমপান করছিলেন। পরিবহনের কর্মীরা তাদের সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হন। পরে বিল্লালের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় সোহাগ পরিবহনের মালিকের ভাই ও পরিচালক আলী হাসান তালুকদারসহ সাতজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা কাউন্টার ভাঙচুর করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং টিকিট বিক্রির ১৭ হাজার ৫৭০ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পর বিল্লাল হোসেনকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।