নিজস্ব প্রতিবেদক:
কারিগরি শিক্ষার্থীরা তাদের ছয় দফা বাস্তবায়ন ও বিএসসি শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা’র প্রতিবাদে আগামীকাল (বৃহস্পতিবার)ও সারাদেশে সড়ক ও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মোড় এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. মাশফিক ইসলাম। তিনি জানান, আজ সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন। আগামীকাল তারা ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করবেন, যার মধ্য দিয়ে অযৌক্তিক তিন দফার প্রতীকী সমাপ্তি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংজ্ঞা স্পষ্ট হলেও কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, “প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে।”
তিনি চার দফা দাবি উত্থাপন করেন—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২. বিএসসি শিক্ষার্থীদের তিন দফা আন্দোলন অবিলম্বে বন্ধ।
৩. কারিগরি শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফার বাস্তবায়ন।
৪. ‘ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন’ চালু।
অন্যদিকে, বৃহস্পতিবারের আন্দোলন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীরা। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পোস্ট, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানিয়েছেন, বৃহস্পতিবারের কর্মসূচি আজকের চেয়ে আরও ব্যাপক হবে। তারা বলেন, “আজকের অবস্থান ছিল কেবল শুরু। সরকার দ্রুত সাড়া না দিলে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও শিক্ষার্থীরা সড়কে নামবে।”