January 12, 2026, 8:47 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন কিশোরী: ছয় দিনেও মেলেনি সন্ধান

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন কিশোরী: ছয় দিনেও মেলেনি সন্ধান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের ‘আয়শা সিদ্দিকা মাদরাসা’ থেকে নিখোঁজ তিন কিশোরীর খোঁজ মিলছে না টানা ছয় দিনেও। এ ঘটনায় শনিবার সদর থানায় একটি অপহরণ মামলা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপুর গ্রামের জুঁই (১৪), একই উপজেলার গণকপয়েনর গ্রামের জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগরের আয়শা সিদ্দিকা (১৩)।

কীভাবে নিখোঁজ

মাদরাসা সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর রাত ১২টার পরও ছাত্রীদের কক্ষে দেখা যায়। তবে ভোরে ডাকার সময় তাদের পাওয়া যায়নি। দোতলার বারান্দায় মশারি ঝুলে থাকতে দেখে ধারণা করা হয়, তারা সেখান দিয়েই বেরিয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাত ১টার দিকে তারা রিকশাযোগে বাসস্ট্যান্ডে যান, পরে রেলস্টেশনে পৌঁছান। সেখানকার এক হোটেলে ভোর পর্যন্ত অবস্থান করে আবার স্টেশনে ফিরে যান। শেষ পর্যন্ত একটি অটোতে পীরগঞ্জের উদ্দেশে রওনা দেন।

পরিবারের অভিযোগ

নিখোঁজ শিক্ষার্থী তামান্নার মা আখলিমা বেগম অভিযোগ করে বলেন, মাদরাসায় কোনো নিরাপত্তা প্রহরী ছিল না, এমনকি বারান্দায় গ্রিলও নেই। ফলে যে কেউ সহজেই ভেতরে-বাইরে যাতায়াত করতে পারে।
অন্যদিকে আয়শার বোন লাবনী অভিযোগ করেন, মাদরাসায় নিয়মিত মারধর ও নির্যাতন চালানো হতো। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে আয়শা পরিবারকে জানিয়েছিল তাকে সেখান থেকে নিয়ে আসতে।

মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য

প্রধান শিক্ষিকা হামিদা বেগম নিরাপত্তার ঘাটতির কথা স্বীকার করলেও শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। পরিচালক মুফাসসির মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন,
“আমরা যদি নির্যাতন করতাম, তাহলে অন্যরা কেন থাকছে? পালিয়ে গেলে তার দায় তো আমরা নিতে পারি না।”

পুলিশের অবস্থান

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মেয়েদের কাছে কোনো মোবাইল না থাকায় অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে খুব দ্রুত তদন্তে অগ্রগতি হবে বলে আশা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *