নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সকালে (৭টা) প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা ও বৃষ্টিপাত: আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬° সেলসিয়াস, আর্দ্রতা ৯৫%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১° সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯° সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আগামী পাঁচ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।