October 29, 2025, 7:36 pm
Headline :
ঐকমত্য কমিশনের সুপারিশমালা ‘প্রতারণামূলক’: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চূড়ান্ত শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি পোশাক নিয়ে কটুক্তি, জুতাপেটা করলেন তরুণী: ভাইরাল ভিডিও ‘অন্তর্বর্তী সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে’ — নুরুল হক নুর ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অন্তত ৪৩ জন “সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে— খায়রুল আলম রফিক” জাতীয় নাগরিক পার্টি সরকারের প্রতি ৩ আহ্বান জানালো গাজা গণহত্যায় ৬০-এর বেশি দেশের জড়িত থাকার অভিযোগ, জাতিসংঘে বিস্ফোরক প্রতিবেদন এনসিপির সঙ্গে জোট গুঞ্জন খণ্ডন করল গণঅধিকার: রাশেদ খানের মন্তব্য হাসিনার প্লট দুর্নীতি মামলায় সাবেক রাজউক সদস্য খুরশীদের আত্মসমর্পণ

বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩, আহত অন্তত ২৫

বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩, আহত অন্তত ২৫
সহকর্মীর মরদেহ দেখে জেলা পুলিশের কর্মকর্তারা চোখের পানি ধরে রাখতে পারেননি; ইনসেটে এসআই নিক্কন আঢ্য। (ছবি: সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক

নড়াইল-যশোর মহাসড়কের যশোরের ভাঙুড়া বাজার এলাকায় বাস ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে এবং মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

নিহতদের পরিচয়, নিক্কন আঢ্য (৩৫): লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই)। যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তান। আক্তার হোসেন: যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে। ঘটনাস্থলেই মারা যান। আবু জাফর: যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে প্রথমে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়, যেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে: এসআই নিক্কন আঢ্য ৩৭ ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি র‍্যাবে কর্মরত ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানায় যোগদান করেন। রবিবার তিনি মুন্সিগঞ্জ আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page