আন্তর্জাতিক ডেস্ক
জেন-জি প্রজন্মের নেতৃত্বে চলমান বিক্ষোভ দমনে এবার সরাসরি আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে নিল নেপালের সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানালেও পরিস্থিতি না সামলানোয় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে সেনারা দেশব্যাপী মোতায়েন হয়। বিষয়টি নিশ্চিত করেছে কাঠমান্ডু পোস্ট ও হিন্দুস্তান টাইমস।
প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অস্থিরতার সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী জনসাধারণের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করছে। সেনাবাহিনী নাগরিকদের ধৈর্য ধারণ ও সহনশীল থাকার পাশাপাশি ধ্বংসযজ্ঞ ঠেকাতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি অব্যাহত থাকলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পূর্ণ মাত্রায় মোতায়েন হবে। তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।
এর আগে সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, “দেশের বর্তমান জটিল পরিস্থিতি সামাল দেওয়া এবং জাতীয় স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি এবং বিক্ষোভ স্থগিতের অনুরোধ করছি।”