আন্তর্জাতিক ডেস্ক
সহিংসতায় জর্জরিত নেপাল থেকে আসছে একের পর এক চাঞ্চল্যকর ছবি ও ভিডিও। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা গেছে—দেশটির কয়েকজন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ঝুলে থাকা দড়ি আঁকড়ে ধরে পালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা জারির পর থেকেই রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ক্রমেই তা সহিংসতায় রূপ নেয়। গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের চাপ সামলাতে গিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে প্রেসিডেন্টও সরে দাঁড়ান। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি; বরং ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্দোলনের নেতৃত্বে থাকা জেন-জি গোষ্ঠী দাবি করেছে, শান্তিপূর্ণ আন্দোলনটি ‘অনুপ্রবেশকারীরা’ ছিনতাই করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি দমন। তবে পুলিশের গুলি চালানো এবং অনুপ্রবেশকারীদের সহিংসতা আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে গেছে।
নেপালের সেনাবাহিনীও একই অভিযোগ তুলেছে—‘নৈরাজ্যবাদী গোষ্ঠী’ ও স্বার্থান্বেষী ব্যক্তিরা বিক্ষোভের সুযোগ নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করছে।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালানো মন্ত্রীদের ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।