বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবিতে জেলাজুড়ে ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে হরতাল কার্যকর করেন। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকাল ৮টার পর থেকেই হরতালের সমর্থনে বিভিন্নস্থানে মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা চারটি আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন। ঘোষণা দেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাগেরহাটের চার আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্তের বিরুদ্ধে তখন থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। শুনানিতেও অংশ নেন তারা। তবে ৪ সেপ্টেম্বর ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে আসন সংখ্যা তিনটিতেই বহাল রাখে, কেবল সীমানায় আংশিক পরিবর্তন আনে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী নতুনভাবে নির্ধারিত আসনগুলো হলো—বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট, বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল ও মোংলা, বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। সর্বদলীয় সম্মিলিত কমিটি অভিযোগ করেছে, নতুন আসন বিন্যাস গণমানুষের প্রত্যাশা ও দাবি উপেক্ষা করে করা হয়েছে।