নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রিটার্নিং অফিস। তারা স্পষ্টভাবে জানিয়েছে—প্রার্থীদের বিরুদ্ধে চলমান প্রচারণায় অনলাইনে কেউ যদি ব্যক্তিগত আক্রমণ বা সাইবার বুলিংয়ের মতো অপচেষ্টা চালায়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রিটার্নিং অফিস জানায়,
“ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের হেয়প্রতিপন্ন করার নানা চেষ্টা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, ছবি বিকৃতি ও মিথ্যা তথ্য ছড়ানোর মতো কর্মকাণ্ড ঘটছে, যা মানবাধিকার ও নির্বাচনচর্চার পরিপন্থি।”
রিটার্নিং অফিস আরও জানায়,
“এ ধরনের সাইবার অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সাইবার অপরাধ দমন আইন অনুযায়ী আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই বিষয়ে ডাকসু আচরণবিধি টাস্কফোর্স ও সাইবার নিয়ন্ত্রণ সেলকে সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সব প্রার্থীকে নিরাপদ প্রচারণার সুযোগ দিতে রিটার্নিং অফিসের এই পদক্ষেপকে সময়োপযোগী বলছেন শিক্ষার্থীরা।