নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরে সন্ত্রাসীদের হামলায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ পুলিশের গাড়িতে হামলা চালায় এবং চালক কনস্টেবল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার হাতে গুরুতর আঘাত লাগে।
আহত আল আমিনসহ আরও দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে একশ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে।