October 27, 2025, 8:06 pm
Headline :

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীও থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে সব বাহিনীই মাঠে থাকবে। সেনাবাহিনী মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে, পাশাপাশি বিজিবি, র‌্যাব, এপিবিএন, আনসার ও পুলিশও মোতায়েন থাকবে।

তিনি জানান, আনসারের ভূমিকা এবার আরও বাড়ানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আগের মতো ১২ জন আনসারের পাশাপাশি প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন অতিরিক্ত আনসার নিয়োজিত করা হবে। পুলিশেরও প্রতিটি কেন্দ্রে দুই থেকে তিনজন করে দায়িত্ব পালন করবেন।

পুলিশের ঘাটতির বিষয়ে তিনি বলেন, অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নতুন নিয়োগও দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার হাজারের বেশি সদস্য প্রশিক্ষণ শেষে দায়িত্ব পালনে প্রস্তুত। আরও কয়েকটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে। একইসঙ্গে অন্যান্য বাহিনীকেও নির্বাচনের আগে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে।

থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। যাদের তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে, তাদের পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page