September 11, 2025, 1:06 am
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

মোদিকে ‘ভয়ংকর মানুষ’ বললেন ট্রাম্প

মোদিকে ‘ভয়ংকর মানুষ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তার ফোনকলের কারণেই ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য সংঘাত এড়ানো গিয়েছিল।

মঙ্গলবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঠেকানোর অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়েও কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস।

ট্রাম্প বলেন, “সংঘাত শুরুর সময় আমি মোদিকে ফোন করি। তখন তার কণ্ঠে রাগ ও ঘৃণা স্পষ্ট ছিল। আমি মনে করি, তিনি খুবই ভয়ংকর মানুষ। শত শত বছরের শত্রুতার মতো তীব্র বৈরিতা দুই দেশের মধ্যে বিরাজ করছে।”

তিনি আরও জানান, ফোনালাপে মোদিকে তিনি সতর্ক করেছিলেন যে, সংঘাত থামানো না হলে যুক্তরাষ্ট্র কেবল বাণিজ্য চুক্তি বাতিল করবে না, বরং এমন শুল্ক আরোপ করবে যাতে ভারত বড় ধাক্কা খাবে। ট্রাম্পের দাবি, তার কথার পর পাঁচ ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল।

তবে নয়াদিল্লি বারবারই ট্রাম্পের মধ্যস্থতার দাবি নাকচ করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের অনুরোধে গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যা দ্বিপক্ষীয় ও নিঃশর্ত ছিল।

এর আগে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। ভারত ৪ মে ‘অপারেশন সিন্দূর’ চালিয়ে ৭০ জনকে হত্যা করে বলে দাবি করে। এর জবাবে পাকিস্তান ৭ মে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চালিয়ে ৩১ জন ভারতীয় সেনাকে হত্যা ও ২৭ জনকে আহত করার দাবি জানায়। টানা পাঁচ দিন সংঘাত চলার পর ৯ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতির কৃতিত্ব ইসলামাবাদ ট্রাম্পকে দিলেও ভারত তা অস্বীকার করে। এর পর থেকেই যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page