কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগের লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন।
লটারির কার্যক্রম সঞ্চালনা করেন কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার আহাদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজবাহুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
লটারিতে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট আবেদনকারীরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার পদের জন্য মোট ৩৫৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৫৯টি আবেদন বাতিল এবং একজন আবেদনকারী স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। অবশিষ্ট ২৯৭ জন বৈধ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ৫৫ জনকে ডিলার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
ওএমএস ডিলার নিয়োগ অন্যদিকে ওএমএস ডিলার পদের জন্য মোট ৩৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৫টি আবেদন বাতিল হয় এবং একজন আবেদনকারী আবেদন প্রত্যাহার করেন। বাছাইকৃত ২৩টি বৈধ আবেদন থেকে লটারির মাধ্যমে ৬ জনকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
স্বচ্ছতার প্রতীক এই লটারি পুরো লটারি প্রক্রিয়া ছিল উন্মুক্ত ও স্বচ্ছ। নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালিত হওয়ায় উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং দুর্নীতির সুযোগ হ্রাস পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “সরকারি নীতিমালা অনুসরণ করেই আমরা পুরো লটারি প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ রাখা হয়নি। সকল আবেদনকারীর সামনে উন্মুক্তভাবে লটারি পরিচালনা করা হয়েছে।”
এ সময় তিনি উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।